Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা প্রকৌশল

শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নতুন বিশ্ববিদ্যালয়স্থাপনের অবকাঠামোগত উন্নয়ন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পযায়ের সকল শিক্ষাপ্রতিস্ঠানের মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন  করারলক্ষে ১৯৯৬ ইং সনেশিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর  জোন প্রতিষ্ঠাকরা হয় । চাঁদপুর  জেলায় ফরিদগঞ্জ উপজেলায় ১ জন উপ-সহকারী প্রকৌশলী , শিক্ষা প্রকেৌশল তত্বাবধানে জোনের কার্যক্রম পরিচালিত হইতেছে ।

সাধারণ তথ্য

.          দরপত্র ক্রয় শুরু ।

.          দরপত্র ক্রয়ের জন্য আবেদন ক্রমে হিসাব রক্ষকের নিকট হইতে নির্ধারিত মূল্যে ক্রয় করা যাবে।

.          দরপত্র সিডিউল পূরন করে দরপত্র বাক্স নির্ধারিত তারিখের পূর্বে নির্বাহী প্রকেৌশলী কাযালয়ে জমা দিতে হবে