ফরিদগঞ্জ উপজেলা হতে পূর্ব দিকে পাকা রাস্তা হয়ে রুপসা মধ্য বাজার থেকে উত্তর দিকে পাকা রাস্তা হয়ে চৌরঙ্গী বাজারের উত্তর পাশ্বে ৭নং পাইকপাড়া (উঃ) ইউনিয়ন পরিষদ অবস্থিত। অত্র ইউনিয়েনর যাতায়াত ব্যবস্থা খুবই ভাল। কাচা,পাকা ও আধা পাকা রাস্তার সংখ্যা কম। পাকা রাস্তা ১০ কি;মি এবং কাঁচা রাস্তা ২২ কি: মি।পাইকপাড়া থেকে পশ্চিম দিকে গাজীপুর পর্যন্ত পাকা রাস্তা, বিষুরবন্দ আমিরা বাজার হইতে পূর্ব দিকে জয়শ্রী পর্যন্ত পাকা রাস্তা, চেৌরঙ্গী বাজার হতে পূর্ব দিকে কামাপুর পর্যন্ত পাকারাস্তা, কড়ৈতলী বাজার হতে জামতলা পর্যন্ত পাকা রাস্তা গুলো খুবই গুরুপূর্ন প্রধান পাকা রাস্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস