প্রকৌশলঃ ইউনিয়ন পর্যায়ে প্রকৌশল সাধারন ২ ধরনের ক্যটাগরিতে কাজ করে থাকে
১। নির্মানাধীন প্রকৌশল, যেমন- গ্রামীন অবকাঠাম সংস্কার, কালভার্ট নির্মান, ব্রিজ নির্মান, এল জি ই ডি পাকা রাস্তা নির্মান ও মেরামত, ইটের সোলিং করন, বিভিন্ন সরকারী ও বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান নির্মান ও মেরামত , আশ্রয় কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন কাজের বাস্তবায়ন করে থাকেন।
২। জনস্বাস্থ্য প্রকৌশলঃ ইহা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য রিং স্লাপ বিতরন, সেল টিউব অয়েল স্থাপন , রেইন ওয়াটার স্থাপন, ডিপ টিউব ওয়েল স্থাপন ও মেরামত এর কাজ করে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS