Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Paikpara UG High School
Details

পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়টি হিন্দু জমিদার গোবিন্দ বাবু বিশাল সম্পত্তি দান করেন। তাহার নামনুসারে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়টির নাম করন করা হয়। পাইকপাড়া  ইউজি উচ্চ বিদ্যালয়টি ১৯১৩ সালে পতিষ্ঠিত হয়।উক্ত প্রতিষ্টানটি অত্র উপজেলার একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্টান হিসেবে সকলের কাছে পরিচিত । উক্ত প্রতিষ্ঠানে অনেক খ্যাতিমান ব্যাক্তিবর্গ পড়ালেখা করেছেন।   উক্ত পতিষ্ঠানে লেখা পড়ার মান খুবই ভাল। উক্ত জেলায় এ প্রতিষ্ঠানের ক্রীয়া নৈপুণ্যের খুবই সুনাম রয়েছে।